কলকাতা শহরে গঙ্গা নদীর তলদেশ দিয়ে মেট্রোরেল চালু হয়েছে। ভারতে পানির নিচে দিয়ে প্রথম মেট্রোরেল আজ বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের নির্মাণ ব্যয় ৪ হাজার ৯৬৫ কোটি রুপি। হাওড়ায় অবস্থিত ভূগর্ভের ৩০ মিটার নিচে নির্মিত এই স্টেশনটি হবে ভারতের সবচেয়ে গভীর মেট্রোস্টেশন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ভূগর্ভস্থ রেলের কয়েকটি নতুন রুট উদ্বোধন করেন। যার একটি রুট হুগলি নদীর নিচ দিয়ে কলকাতার সঙ্গে হাওড়া শহরকে সংযুক্ত করেছে। পাশাপাশি সাড়ে ৫ কিলোমিটারের নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুট এবং জোকা-তারাতলা মেট্রো রুটের সম্প্রসারিত অংশ উদ্বোধন করেন তিনি।
হুগলি নদীর জলস্তর থেকে ৩৩ মিটার নিচ দিয়ে জোড়া সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। নদীখাত থেকে আরও ১৩ মিটার নিচে পলিমাটির ভেতর দিয়ে গেছে সুড়ঙ্গ দু’টি। যার মাধ্যমে মেট্রোরেল দিয়ে এপার থেকে ওপার আসা-যাওয়া করবেন যাত্রীরা। এই রেলপথ চালুর মধ্য দিয়ে মেট্রো’র স্টেশন সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬টি হয়েছে। সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলার ঘটনা এটিই প্রথম।
আন্ডারওয়াটার মেট্রো প্রকল্প কেবল যাতায়াতে পরিবর্তন আনবে না। সেই সঙ্গে কলকাতার দীর্ঘস্থায়ী যানজট ও বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখবে।