ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় মুখ ফিরহাদ হাকিম। আর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন অতীন ঘোষ ও চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন মালা রায়। খবর আনন্দবাজার পত্রিকার।

মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ফিরহাদ হাকিম।

এ বিষয়ে ফিরহাদ বলেন, ‘উনি বলেছেন, ‘ভালোভাবে কাজ করো।’’

মেয়র হিসেবে প্রথমেই কোন কাজটি করতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিরহাদ বললেন, ‘‘আমার প্রথম লক্ষ্য হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যকটি পালন করা।’’

ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে মমতা বলেন, ‘ভালো কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই বললেন মমতা। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ।’