কলম্বিয়ার উত্তরাঞ্চলে সামরিক একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ৯ সেনা সদস্য নিহত। স্থানীয় সময় বুধবার (২৯শে এপ্রিল) উত্তর বলিভার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়,  সান্তা রোসা দেল সুর এলাকাটিতে ন্যাশনাল লিবারেশন আর্মি গেরিলা গ্রুপ এবং গালফ ক্ল্যান নামে পরিচিত মাদক পাচারকারী গ্রুপের মধ্যে লড়াই চলছিলো। হেলিকপ্টারটি অভিযানের জন্য সৈন্যদের নিয়ে যাচ্ছিল। কিন্তু বলিভার এলাকায় পৌঁছালে স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এটি রাশিয়ার নির্মিত এমআই-১৭ হেলিকপ্টার যা প্রায়ই সৈন্য ও সরবরাহ বহন করতে ব্যবহৃত হয়।

সৈন্যদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘হেলিকপ্টারটি উপসাগরীয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের জন্য নতুন সৈন্যদের বহনের সময় দুর্ঘটনাটি ঘটেছে। অবশ্য হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।