শেষ পর্যন্ত কলম্বিয়ার অজেয় যাত্রা থামাতে পারলো না ব্রাজিল। টানা ২৬ ম্যাচ অপরাজিতই রইলো কলম্বিয়া। ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রদ্রিগেজরা। দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিলও। এতে কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

অথচ গ্রুপসেরা হলেই উরুগুয়ের মতো দলকে এড়ানো যেত। ম্যাচের শুরুতেই ১২ মিনিটে রাফিনহার দর্শনীয় এক ফ্রি কিকে অগ্রগামিতা পায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে ৪৫+২ মিনিটে সমতা ফেরায় কলম্বিয়াও। ব্রাজিলের রক্ষণকে বোকা বানিয়ে গোলটি করেছেন ডানিয়েল মুনোজ। প্রথমার্ধটি ছিল পুরোপুরি উত্তেজনায় ভরপুর। হলুদ কার্ড বের হয়েছে ৪টি। ফাউলের সংখ্যাও ছিল ১৭!

কলম্বিয়া গ্রুপ ডি থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। কোয়ার্টার ফাইনালে তাদের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামা। গ্রুপ রানার্স আপ ব্রাজিলের সামনে অগ্নিপরীক্ষা। শেষ আটে তারা গ্রুপ সি জয়ী উরুগুয়েকে পেয়েছে।

২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া যে ছেড়ে কথা বলবে না সেটা অনুমেয়ই ছিল। ক্যালিফোর্নিয়ায় ১২ মিনিটে রাফিনহার গোলের পর ১৫ মিনিটেই সমতাসূচক গোলটি পেয়ে যাচ্ছিল তারা। কিন্তু হামেস রদ্রিগেজের শট গিয়ে আঘাত করে ক্রসবারে। ভার রিভিউয়ে অফসাইডের ফাঁদে পড়ে ডাভিনসন সানচেজের গোল বাতিল হয়েছে প্রথমার্ধে। তার পর জন করদোবোর দুর্দান্ত থ্রু বল ধরে স্টপেজ টাইমে সমতা ফেরান মুনোজ।

প্রথমার্ধে কলম্বিয়াকে তুলনামূলক গোছানো দল মনে হয়েছে। কিন্তু গোল পেতে অপেক্ষায় থাকতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। প্রথমার্ধের মাঝপথে আবার উত্তেজনা চরম মাত্রায় পৌঁছে। তখন ভেনেজুয়েলার রেফারি জেসুস ভ্যালেনজুয়েলাকে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত তিনটি হলুদ কার্ড বের করতে হয়েছে। কার্ড দেখেন কলম্বিয়ার মাচাদো, জেফারসন লারমা ও ব্রাজিলের হোয়াও গোমেস।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ৫১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বক্সের বাইরে থেকে নেয়া শট ডান পাশে ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর এদের মিলিতাওয়ের চেষ্টা আটকে দেয় কলম্বিয়ার রক্ষণ।

৫৯ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিকে একটুর জন্য গোল পাননি রাফিনহা। পোস্টের বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে যায় বল।

৬৯ মিনিটে জেমস রদ্রিগেজের ক্রস থেকে বক্সের মধ্যে জন করডোবা হেড নিয়েছিলেন। এলিসন বেকার দারুণ দক্ষতায় সেই বল গ্লাভসে নিয়ে নেন।

৮৩ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটা মিস করে কলম্বিয়া। লুইস দিয়াসের ক্রস থেকে গোলের সুযোগ পেয়ে ফাঁকা পোস্টে ওপরে মেরে দেন রাফায়েল বোরে। ১-১ সমতায়ই শেষ হয় নির্ধারিত সময়।

ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলেরও। বক্সের বাইরে থেকে নেয়া আন্দ্রেস পেরেইরার জোরালো শট লাফিয়ে উঠে কোনোমতে বাঁচান কলম্বিয়ার গোলরক্ষক। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।