মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরিডুবিতে শিশুসহ ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে ফেরিটি যাত্রী নিয়ে মূল মোজাম্বিক দ্বীপে যাবার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নামপুলা রাজ্যটিতে সম্প্রতি কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। মূলত: এই মাহামারি থেকে বাঁচতেই ফেরিটির যাত্রী হয়েছিলেন ওইসব হতভাগা মানুষ।নামপুলা রাজ্যের এক মন্ত্রী জাইম নেটো জানান, ওই ফেরিতে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশী যাত্রী উঠানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মধ্যে অনেক শিশু আছে বলেও জানা গেছে।

ইউনেসেফের তথ্যানুয়ায়ী, মোজাম্বিকের বর্তমান কলেরা মহামারি গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।