নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (০৯ই অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক হানিফ, যাত্রী মামুন (৩০)। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি। আহত ব্যক্তির নাম জামাল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকা আসছিল একটি মাইক্রোবাস। পথে কাঁচপুর ব্রিজ এলাকায় একটি অটোরিকশা উল্টোপথে উঠে পড়লে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের চারজন আহত হয়।

তিনি জানান, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো তিনজন।