বাহরাইনের বিপক্ষে ড্রয়ের পর ভুটানের বিপক্ষে জয়-এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুর্দান্ত শুরু ছিল বাংলাদেশের। কিন্তু তৃতীয় ম্যাচে এসে লাল-সবুজ জার্সিধারী যুবাদের ছন্দপতন হয়েছে। শুক্রবার রাতে বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে গ্রুপের সবচেয়ে ফেভারিট দল কাতারের কাছে।

বাহরাইনের চেয়েও অনেক শক্তিশালী কাতারের যুবারা। তাই ম্যাচের আগে তারাই ছিল ফেভারিট। বাংলাদেশ অবশ্য শুরু থেকে প্রচন্ড লড়াই করে খেলতে থাকে। ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটা হতো বিশাল পাওয়া। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশের যুবাদের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি রাশেদ পাপ্পুর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে মাঠে দাপট দেখাতে থাকে কাতার। ২২ মিনিটে বাংলাদেশের জালে বল জড়ান কাতারের আহমেদ আল রাওয়ি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে কাতার। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন আল রাওয়ি। ম্যাচের অতিরিক্ত সময় পেনাল্টি থেকে আরও একটি গোল করে হ্যাটট্রিক করেন আল রাওয়ি। এরফলে বাংলাদেশে বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার।