কাতার বিশ্বকাপে শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি জিতে নিলো মেসির দল আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় লুসাইল স্টেডিয়ামে। নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে মাঠে আনা হয় ট্রফিটি। ১৮ ডিসেম্বর ফাইনালের এই দিনটিতে মাঠের অস্থায়ী মঞ্চে বিশ্বকাপ ট্রফির পর্দা উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন।
ভারতীয় এই অভিনেত্রীর সাথে স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে। বিশ্বকাপ ফুটবলে খেলার মাঠে ভারত খেলার সুযোগ না পেলেও এবারের বিশ্বকাপ ফুটবল ভারতের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা। তবে অনেকের প্রশ্ন, ট্রফি উন্মোচনে কেন দীপিকা ?
জানা গেছে, দীপিকা ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলতি বছরের মে মাস থেকে তিনি ওই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয়দের মধ্যে দীপিকাই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ট্রফি মুলত সুইজারল্যান্ডের জুরিখে ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি একটি বিশেষ ধরনের বাক্সে করে আনা হয়। ২০১০ সাল থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ। আর দীপিকা ওই প্রতিষ্ঠানেরে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণেই তাকে ট্রফিটি উন্মোচন করার জন্য তাকে নির্বাচন করা হয়।
ট্রফিটির ওজন ৬ দশমিক ১৭৮ কেজি। এটি ১৮ ক্যারেট স্বর্ণ এবং ম্যালাসাইট দিয়ে তৈরি। বিশ্বকাপ ট্রফিটি সুরক্ষিত রাখার জন্যই লুই ভিতোঁ ওই বাক্সটি বিশেষভাবে ডিজাইন করে।