কানাডার এক শ্রীলঙ্কান মা এবং চার শিশু সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলায় আহত পরিবারটির পুরুষ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ জানিয়েছে বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কানাডাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত চার শিশুসহ ৬ জনই শ্রীলঙ্কার নাগরিক যারা কিছুদিন আগে কানাডায় এসেছিলেন। নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটি তিন মাসের কন্যা সন্তান। এ ঘটনায় ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি ওই পরিবারের সঙ্গেই থাকতেন। তার নাম ফেবরিও ডি-জয়সা।
নিহত শিশুদের বাবাকে আহত অবস্থায় অটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোয়াতে শ্রীলঙ্কার হাইকমিশন নিশ্চিত করেছে, ওই পরিবারটি শ্রীলঙ্কার।
অটোয়া পুলিশ প্রধান বলেন, হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি অটোয়ার ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা ও একটি ভয়াবহ ট্র্যাজেডি বলে শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলাটিকে ভয়ানক শোচনীয় ঘটনা হিসেবে উল্লেখ করে এতে তিনি আতঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন।