কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে টরেন্টোর ইটোবিককের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত। টরেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। আহত নিবিড় কুমার বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে কানাডার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চার সহপাঠি একটি প্রাইভেটকার নিয়ে খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি একটি কংক্রিটের প্রাচীরের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পুলিশ জানায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত নিবিড় কুমারের (যিনি গাড়ি চালাচ্ছিলেন) অবস্থা আশঙ্কাজনক।
এরিমধ্যে টরেন্টো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কানাডার টরেন্টোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।