চà§à§Ÿà¦¾à¦¡à¦¾à¦™à§à¦—ার আলমডাঙà§à¦—ায় পà§à¦•à§à¦° থেকে à¦à¦• সà§à¦•à§à¦²à¦›à¦¾à¦¤à§à¦°à§€à¦° লাশ উদà§à¦§à¦¾à¦° করা হয়েছে। বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° সনà§à¦§à§à¦¯à¦¾à§Ÿ à¦à¦• পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€à¦° পà§à¦•à§à¦° থেকে তার লাশ উদà§à¦§à¦¾à¦° করা হয়।
নিহত মরিয়ম (à§) খাতà§à¦¨ উপজেলার মাদারহà§à¦¦à¦¾ গà§à¦°à¦¾à¦®à§‡à¦° খাইরà§à¦² ইসলামের মেয়ে। সে সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ à¦à¦•à¦Ÿà¦¿ বিদà§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡ পà§à¦°à¦¥à¦® শà§à¦°à§‡à¦£à¦¿à¦¤à§‡ লেখাপড়া করতো।
মরিয়মের কানের দà§à¦² ছিনিয়ে নিয়ে তাকে হতà§à¦¯à¦¾à¦° পর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে তার বাবা অà¦à¦¿à¦¯à§‹à¦— করেছেন। পà§à¦²à¦¿à¦¶ বিষয়টি নিয়ে তদনà§à¦¤à§‡ নেমেছে।
জানা গেছে, শিশৠমরিয়ম বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° সকালে শিশà§à¦¦à§‡à¦° সঙà§à¦—ে খেলতে বের হয়। à¦à¦°à¦ªà¦° থেকে তাকে খà§à¦à¦œà§‡ পাওয়া যাচà§à¦›à¦¿à¦² না।
দিনà¦à¦° বিà¦à¦¿à¦¨à§à¦¨ সà§à¦¥à¦¾à¦¨à§‡ খোà¦à¦œà¦¾à¦–à§à¦à¦œà¦¿ করেন পরিবারের সদসà§à¦¯à¦°à¦¾à¥¤ সনà§à¦§à§à¦¯à¦¾à¦° পর গà§à¦°à¦¾à¦®à§‡à¦° আশপাশ পà§à¦•à§à¦°à§‡ নেমে খোà¦à¦œ করতে থাকে গà§à¦°à¦¾à¦®à§‡à¦° লোকজন। সনà§à¦§à§à¦¯à¦¾à§Ÿ à¦à¦• পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€à¦° পà§à¦•à§à¦° থেকে মরিয়মের লাশ উদà§à¦§à¦¾à¦° করা হয়।
মরিয়মের বাবা খাইরà§à¦² ইসলাম অà¦à¦¿à¦¯à§‹à¦— করেন, আমার মেয়ের কানে সà§à¦¬à¦°à§à¦£à§‡à¦° দà§à¦² ছিল। সে যদি পà§à¦•à§à¦°à§‡ ডà§à¦¬à§‡ যেত তাহলে তার দà§à¦‡ কানের দà§à¦² থাকত। নিশà§à¦šà§Ÿ তার কানের দà§à¦² ছিনিয়ে নিয়ে কেউ তাকে হতà§à¦¯à¦¾à¦° পর পানিতে ফেলে দিয়েছে।
জেলা পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° অতিরিকà§à¦¤ পà§à¦²à¦¿à¦¶ সà§à¦ªà¦¾à¦° (সদর সারà§à¦•à§‡à¦²) আনিছà§à¦œà§à¦œà¦¾à¦®à¦¾à¦¨ বলেন, লাশ উদà§à¦§à¦¾à¦° করে চà§à§Ÿà¦¾à¦¡à¦¾à¦™à§à¦—া সদর হাসপাতাল মরà§à¦—ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পà§à¦²à¦¿à¦¶ কাজ করছে। শিগগিরই রহসà§à¦¯ বেরিয়ে আসবে।