নেত্রকোনা জেলা শহরের নাগড়া (সওদাগরপাড়া) এলাকা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি জঙ্গলের পাশ থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির বয়স মাত্র ১ দিন। বর্তমানে শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু ইউনিটে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন জানান, রাত সোয়া ১২টার দিকে কয়েক পথচারী নাগড়া (সওদাগরপাড়া) এলাকার একটি জঙ্গলের পাশে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান। তখন তারা শিশুটিকে দেখে নেত্রকোনা মডেল থানায় খবর দেন। খবর পেয়ে সাড়ে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

তিনি জানান, শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটির বয়স মাত্র একদিন বলে মনে হচ্ছে। সেবিকাদের মাধ্যমে তার পরিচর্যা চলছে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শিশুটির প্রকৃত মা-বাবাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকেই থানায় যোগাযোগ করছেন। তবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর আদালতের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।