বিনোদন দুনিয়ার অন্যতম বড় উৎসব কান চলচ্চিত্র উৎসব। আজ (১৪ই মঙ্গলবার)২০২৪ এর পর্দা উঠছে। চলবে আগামী ২৫শে মে পর্যন্ত ।
সাগর ছুঁয়ে থাকা ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর পালে দ্যা ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসছে কানের ৭৭তম আসর। এ উপলক্ষ্যে বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা জড়ো হচ্ছেন এ শহরে।
এ অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমা। এরমধ্যে আছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’। ১৯৭৬ সালের সিনেমা ‘মন্থন’কে বিশেষভাবে রেস্টোর করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই।
আর ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমায় মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে ।
এবার ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ দেখানো হবে কান উৎসবে। এই সিনেমায় এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে। আর এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে দেখানো হয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা।