রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খুলে পানি ছাড়া হয়েছে। কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্র এর কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি পরিমাণ খুলে পানি ছাড়া হচ্ছে। এজন্য ভাটি এলাকায় জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে।

কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেছেন, এর মাধ্যমে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেছেন তিনি।

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি বেড়ে যায়। গত রাতে যা ১০৭ এমএসএল বা সী লেভেল ছাড়িয়েছে। চাপ সামলাতে জলকপাট খুলে কিছু পানি ছাড়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লেকের পানির উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেলে বাঁধের গেইট খোলার পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানো হবে।

তবে, কর্তৃপক্ষ বলছে গেট খুলে দেয়া হলেও এর তেমন কোন প্রভাব পড়বে না। তবে বৃষ্টি বাড়লে কর্ণফুলী নদী তীরবর্তী এলাকা রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী ও হাটহাজারীর নিুাঞ্চল প্লাবিত হতে পারে। কর্ণফুলী নদীতে জোয়ার থাকলে চট্টগ্রাম নগরীরও কিছু এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। হালদা নদীতেও পানি বাড়তে পারে।