আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান নিরাপত্তা সদস্যরাও। সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, কাবুল বিমানবন্দরে উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন আফগান গার্ড নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
বিমান বন্দরের এই গেটে আমেরিকান বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে বলেও টুইটারে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী।
বিমানবন্দরের বাইরে চারপাশে তালেবান যোদ্ধারা মোতায়েন রয়েছে। সেখানে তারা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। অন্যদিকে বিমানবন্দরের ভেতরে দায়িত্বপালন করছে আমেরিকান সেনাসহ পশ্চিমা দেশগুলোর সেনারা। সেখানে তাদের সহায়তা করছে কিছু আফগান গার্ড।
সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের বাইরে একজন স্নাইপার বিমানবন্দরের ভেতরে আফগান গার্ডদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জবাবে আফগান গার্ডরাও পাল্টা গুলিবর্ষণ করে। কিন্তু এসময় আতঙ্কিত হয়ে বিমানবন্দরের ভেতরে থাকা আমেরিকান সেনারা আফগান গার্ডদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
বিমানবন্দরে অবস্থানরত দু’জন ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরের সকল গেট আপাতত বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে তালেবান আফগান শাসনক্ষমতা দখল করার পর থেকেই কাবুলের বিমানবন্দরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগান সেখানে ভিড় করছেন।
রোববার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, বর্তমানে প্রায় সাড়ে চার হাজার আমেরিকান সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে। এছাড়া আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার ফ্লাইট চলাচল নিশ্চিত করতে বিমানবন্দরে প্রায় ৯০০ ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।
তবে বিমানবন্দরের বাইরের সকল রাস্তা ও চেকপয়েন্টগুলোতে পাহারা দিচ্ছে তালেবান যোদ্ধারা। বিমানবন্দরে যাওয়ার সড়কও তাদের দখলে। যথাযথ ভ্রমণ নথিপত্র না থাকলে দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদেরকে বিমানবন্দরের উদ্দেশে যেতে দিচ্ছে না তালেবান।
গতকাল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হামলার আশঙ্কার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এছাড়া সম্ভাব্য হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতাও জারি করেছিল দেশটি।