শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। কারফিউ ভেঙে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েও আন্দোলনকারীদের থামাতে পারেনি শ্রীলঙ্কা সরকার। বুধবার রাতভর রাজধানীতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

এদিকে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসকে ক্ষমতা ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে অন্তর্বতীকালীন সরকার গঠনে রাজি হয়েছেন বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। তবে, প্রেসিডেন্টের পক্ষ থেকে পদত্যাগের কোন ইঙ্গিত মেলেনি।

অন্যদিকে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সতর্ক করে বলেছেন, আগামী দুই দিনের মধ্যে নতুন সরকার গঠন না করা গেলে শ্রীলঙ্কার অর্থনীতি একেবারে ধসে পড়বে। বৈদেশিক মুদ্রার রির্জাভের অভাবে এক সপ্তাহও আমদানি রপ্তানি প্রক্রিয়া চালানো অসম্ভব হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।