কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে স্বাভাবিকতা ফিরছে। আজ বৃহস্পতিবার (পহেলা আগস্ট) সকাল থেকেই রাজধানীর সড়কে ছিল অফিসগামী মানুষের চাপ। তবে সেই তুলনায় ছিল না পর্যাপ্ত গণপরিবহন। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম চলাচল করতে দেখা গেছে। এরপরও রাজধানীর কোথাও কোথাও যানজটের কবলে পরতে হয়েছে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষকে। একই সাথে বৃষ্টির কারণেও দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরকে।
গতকাল বুধবার থেকেই স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সড়কে ছিলো কর্মজীবী মানুষের চাপ।
তবে সকাল থেকেই বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয় প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হওয়া মানুষকে। এদিন গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। অফিসগামী মানুষকে পরিবহণের জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
রাজধানীতে বুধবার থেকে কারফিউ শিথিলের সময়সীমা দু’ ঘণ্টা বাড়ানো হয়েছে। জনজীবন ক্রমশঃ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিছুটা কমে গেছে। একই সাথে সেনাবাহিনীর সদস্যদেরও তেমন চোখে পরেনি। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগের মতোই তাদের নজরদারি করতে দেখা গেছে।