গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ (১৫ই ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে একাধিক মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সকল মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পেয়ে জেল গেটে সাংবাদিকদের এ্যানি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। অনেকের সাজা দেওয়া হচ্ছে।