টানা ১৪ দিন ঈদুল আজহার ছুটি শেষে রোববার (৯ই জুলাই) খুলছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৫শে জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
দীর্ঘ এই ছুটিতে ঢাকাসহ প্রায় সারা দেশে ডেঙ্গু বিস্তার বেড়েছে। পরিচ্ছন্নতার অভাবে খেলার মাঠ, আশপাশ এলাকা এমনকি খোদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ডেঙ্গু মশার বংশ বিস্তারের শঙ্কা আছে। আর তেমনটি হলে ডেঙ্গু পরিস্থিতি মহামারির আকার ধারণ করতে পারে। এ অবস্থায় ডেঙ্গুভীতির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে ছাত্রছাত্রীরা।
অবশ্য সরকারি তরফে বলা হচ্ছে, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সামনে রেখে ইতোমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে ছুটির শুরুতে একদফা নির্দেশনা দেওয়া হয়। তখনই ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা হয়। আর এখন স্কুল খোলার বিষয়টি সামনে রেখে ইতোমধ্যে দেওয়া নির্দেশনায় ভালো করে ঝেড়ে-মুছে পরিষ্কার করতে বলা হয়েছে।