দু’দিনের সফরে আগামীকাল (শুক্রবার) গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরদিন কোটালীপাড়ায় জনসভায় ভাষণ দেবেন। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক সমাবেশে অংশ নিতে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সড়ক পথে তিনি গোপালগঞ্জে যাবেন। ছোটবোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে থাকবেন।
সফরের প্রথম দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে তার।
শনিবার নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। চার বছর পর গোপালগঞ্জে কোনো জনসভায় যোগ দিচ্ছেন শেখ হাসিনা। এসময় গোপালগঞ্জের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ার সমাধি এলাকাসহ গোটা শহরে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।