আগামীকাল (রোববার) পবিত্র ঈদ উল আযহা। ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত সারাদেশের ঈদগাহ ময়দান। রাজধানীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানকার প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশ নেবার আহ্বান জানিয়েছেন। এদিকে, জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান জানান, ঈদে কোনো ধরনের নাশকতার আশংকা নেই।

ঈদ উল আযহা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল আটটায় শুরু হবে ঈদের জামাত। বৃষ্টি হলে বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। করোনার সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশ নেয়ার আহ্বান জানান।

জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে র‌্যাব সদস্যরা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, আইনশৃংখলা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও সব বিভাগীয় শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজধানীর বিশেষ স্থাপনায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও থাকবে।

জাতীয় মসজিদ মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় সকালে হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঈদের পরদিন পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় এক বিপ্তপ্তিতে জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মুসলি­দের নামাজ আদায় করতে হবে। ঈদের সময় কোন ধরনের আলোকসজ্জা না করারও নির্দেশনা দেয়া হয়েছে।