নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল রবিবার। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে কেন্দ্র করে একদিকে ভোটারদের মধ্যে যেমন বইছে উৎসবের আমেজ-অন্যদিকে সাম্প্রতিক কিছু ঘটনাবলী নিয়ে আছে উৎকণ্ঠাও।

প্রচারণার শেষ দিনে সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার নির্বাচনী যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলোর মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোটকেন্দ্রে আসা বাধা দিতে পারে।
আর তৈমূর বলছেন, আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে টেলিফোন করা হচ্ছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সব প্রস্তুতি নিয়েছে তারা। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান তাদের। সব শঙ্কা উড়িয়ে দিয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, কেউ চেষ্টা করলেও যে কোনো মূল্যে প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯২ টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে জেলা পুলিশ।