আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রেস কনফারেন্স করবেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন অংশ গ্রহণ  এবং তার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও সফর নিয়ে বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৭ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন এর দেয়া নৈশভোজেও অংশ নেন তিনি।

সাধারণ অধিবেশনে ভাষণ প্রদান শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে কয়েকদিন অবস্থান করেন। সেখানে নাগরিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে ৩০শে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করেন প্রধানমন্ত্রী।