আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার বরিশালে যাচ্ছেন। দুপুর ৩টার দিকে তিনি বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরসঙ্গী হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাবেশ করার লক্ষ্য আওয়ামী লীগের।

তার আগমন উপলক্ষে গোটা নগরজুড়ে চলছে সাজ সাজ রব। দীর্ঘদিন পর দলের সভাপতি বরিশাল আসার কারণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ। বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানকে সাজানো গোছানোর কাজ শেষ পর্যায়ে। সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে। পোস্টার, গণসংযোগ চালিয়ে বিলি করা হয়েছে লিফলেট।

বর্তমান সরকারের ১৫ বছরে দক্ষিণাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ব্যাপক। এবার অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এদিকে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো বরিশালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অন্তত ২৫টি ইউনিটের সদস্যরা নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন। কয়েক হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।