হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কিউইদের কাছে ৪৪ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
ডানেডিনে দুই দলের ম্যাচটি বারবার পড়েছে বৃষ্টির বাঁধায়। এক ঘন্টা দেরিতে খেলা শুরুর পর কিউইদের ব্যাটিং ইনিংসের সময়ও দুইবার ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত ম্যাচ কমিয়ে আনা হয় ত্রিশ ওভারে। পরে অধিনায়ক টম ল্যাথামের ৯২ এবং উইল ইয়াংয়ের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ত্রিশ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৩৯ রান সংগ্রহ করলেও বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান।
এ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকার ডাক মেরে বিদায় নেয়ার পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ২০০ রানে থামলে বৃষ্টি আইনে ৪৪ রানের জয় পায় স্বাগতিকরা।