ইউক্রেনকে ১৯টি এফ-সিক্সটিন যুদ্ধ বিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। স্থানীয় সময় রোববার (২০ই আগস্ট) ইউরোপের এই দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউক্রেনের সামরিক বাহিনীকে এফ-সিক্সটিন সরবরাহের বাস্তব প্রতিশ্রুতি পেলেন জেলেনস্কি। এর কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমান ইউক্রেনে সরবরাহের অনুমোদন দিয়েছিল মার্কিন সরকার।

ইতিমধ্যেই ইউক্রেনের পাইলটরা এফ-১৬ চালাবার প্রশিক্ষণ নিতে শুরু করেছেন। তা সম্ভবত ছয় মাস চলবে।

এই পরিস্থিতি ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দুই দেশই রোববার জানিয়েছে, ইউক্রেনের হাতে তারা এফ-১৬ তুলে দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা

নতুন বছরের গোড়ায় ছয়টি, ২০২৪ সালের মধ্যে আরো আটটি এবং ২০২৫ সালে পাঁচটি  এফ-১৬ ইউক্রেনকে দেবে।

ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন বলেছেন, ইউক্রেন স্বাধীনতার জন্য লড়ছে। সেই লড়াইয়ে এভাবেই ডেনমার্ক সাহায্য করবে।

এর আগে জেলেনস্কি নেদারল্যান্ডসেও গেছিলেন। তাদের হাতে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান আছে। নেদারল্যান্ডসও ইউক্রেনকে এফ-১৬ দিতে রাজি। তবে তারা কতগুলি এফ-১৬ দেবে তা জানায়নি।

জেলেনস্কি জানিয়েছেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডস ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।