কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায়  আহত হয়েছে  ৪ জন। আজ রবিবার (৬ই নভেম্বর) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  কুলিয়ারচর থানা পুলিশের উপপরিদর্শক মো. তারিক পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন পরিবনের একটি বাস নওগাঁও ব্রিজ এলাকায় অপরদিকে কিশোরগঞ্জ থেকে ভৈরবের আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। কুলিয়ারচরের নোয়াগাঁও এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন তিনজন।

তিনি জানান, আহতদের মধ্যে দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে মেহেদী হাসানকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং একজনকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই একই সিএনজির যাত্রী ছিলেন।