চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শনিবার রাত ১০ টার দিকে মিরপুর ১ এর ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক। তিনি টায়ারের ব্যবসায়ী।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় একদল চাঁদাবাজ দীর্ঘদিন ধরে ফারুকের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় কিশোর গ্যাং এর ৮-১০ জন সদস্য তার উপর হামলা চালায়। এসময় বুকে ব্যাথা অনুভব করলে তাকে উদ্ধার করে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক মিরপুরের টায়ার ব্যবসায়ী।

এ ঘটনায় ব্যবসায়ী ফারুকের মৃত্যুর ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিরপুর ১-এর ডি ব্লকে ব্যবসায়ী নিহতের তথ্য পেয়েছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।