১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী কিস ডে বা চুম্বন দিবস হিসেবে পালিত হয়। রোজ ডে, চকলেট ডে, হাগ ডে পেরিয়ে এলো কিস ডে। এরপর আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। নিজের যে অনুভূতিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তার সহজ সমাধান হতে পারে চুম্বন।

প্রথম চুমু প্রত্যেকের জীবনেই ভীষণ স্পেশাল। আর তা মনে থেকে যায় আজীবন। যারা ইতিমধ্যেই নিজেদের ভ্যালেন্টাইনকে খুঁজে পেয়েছেন, অনেকটা পথ হেঁটেও ফেলেছেন তার হাত ধরে, তাদের আজ সেই সুন্দর মুহূর্তখানা ঝালিয়ে নেওয়ার দিন।

আর যারা এখনও মনের মানুষ খুঁজে পাননি, তারা সাহস করে প্রিয় মানুষের কাছে পাঠিয়ে দিন চুম্বন ডের শুভেচ্ছা বার্তা। শিকে কপালে ছিঁড়লেও ছিঁড়তে পারে। হয়তো এই বসন্তে আর ‘একাবোকা’ থাকতে হবে না আপনাকেও।

আজকের এই ‘কিস ডে’র এই সুযোগ যেন হাতছাড়া না হয় কোনও মতেই। সবার আগে প্রিয় মানুষের মোবাইলে পৌঁছে যাক আপনার শুভেচ্ছা বার্তা। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না যেনো।