কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে ভারতীয় চোরাকারবারিদের একটি দল সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় নাগরিক জাহানুর গুলিবিদ্ধ হয়ে জলাশয়ে পড়ে মারা যান।
গোলাগুলির শব্দে পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরে পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব-পিলারের পাশে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে দেশটির মরাকুটি ভোরাম পয়োস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি আরো জানান, “ওই ঘটনার পরপরই সীমান্তে টহল জোরদার করা এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই ভারতীয় যুবকের লাশ নিয়ে যায় বিএসএফ।
“বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন।”
বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।