কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। আজ সোমবার সকালে উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. নিজাম সরকার (৩৫) মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামের বাসিন্দা । তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি জানান, সকালে উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় আহত অবস্থায় এক কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।

আহতরা হলেন, মো. রমজান (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. হানিফ (৪৫), মো. দেলোয়ার (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. ওয়াসিম (৩৫), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. টিটু (৩০), মো. শাকিল (২২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নিজাম নামে একজন নিহত হন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।