কুমিল্লার মুরাদনগরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঙ্গুরা বাজার এলাকাযর কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগরের আকবপুর ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৪৭), হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (৩৫), মেয়ে জোনাকি (৩০)। এ ঘটনায় রুমা (২৮) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রুবি আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাঁদের কারণে এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষ একত্র হয়ে তাঁদের বাড়ি ঘেরাও করে। পরে সংঘবদ্ধভাবে তাঁদের ওপর হামলা চালায় এবং লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।