কুমিল্লার লালবাগ এলাকায় কিশোর খেলোয়াড়দের বহনকারী পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে স্থগিত করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ।
নিহতরা হলেন—লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভুতা মিয়ার ছেলে মো. ফয়সাল (২১)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।