কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্ত:নগর ট্রেন সোনার বাংলাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মালবাহী ট্রেন। এতে ট্রেনটির ৭ বগি লাইনচ্যুত হয়েছে। এর দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ট্রেনটির সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে।

এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক স্টেশন মাস্টার।  আজ রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সোনার বাংলা এক্সপ্রেসের অন্তত সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। স্টেশন মাস্টার সোহাগ তার কর্মস্থল ত্যাগ করে পালিয়েছেন। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করি।’

তিনি আরও বলেন, যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে আশঙ্কাজনক কাউকে দেখা যায়নি।