কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর হোসেন উপজেলার সরসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বেগম মোসাম্মৎ মরিয়ম মুন মঞ্জুরী এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের মোহাম্মদ রিয়াদ হোসেন, মীর হোসেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ, মিশু, মো. রাজন, মানিক মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন ও মো. রাশেদ।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোমান, সালা উদ্দিন, আবুল কাশেম, মো. শহীদ উল্লা মেম্বার, মো. সালেহ আহমদ, মো. স্বপন, মোহাম্মদ টিপু ও মো. সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ই মে কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাতাবাড়ীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর বাড়ীতে গিয়ে আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই মো. আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।