কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস ও সিএনজিচালিত  অটোরিকশার সংঘর্ষে  দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।  আজ সোমবার (৩১শে অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তার শিশুকন্যা মুনতাহা (২), দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের অটোচালক হাবিবুর রহমান (৪১) এবং একই উপজেলার বাগমারা গ্রামের রেজিয়া বেগম (৩২)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এর পর পেছন থেকে অপর একটি পিকআপও চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আরও একজন মারা যান। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল।