কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার পুকুরে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪শে জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটম্বপুর সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সকাল ৮টার দিকে কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী এবং শ্যালিকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।