কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ (বুধবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুসিকে প্লাস, মাইনাস ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচন নিয়ে খুব বিরূপ মন্তব্য আমরা পাইনি। সার্বিকভাবে বলা যায়, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ পাইনি। এছাড়া কুমিল্লা সিটি ভোটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বয়স্ক কয়েকজনের একটু সমস্যা হয়েছে, এছাড়া ইভিএমে কোন সমস্যা ছিলো না।

তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচন স্বচ্ছ করতে প্রথম থেকেই শক্ত অবস্থানে ছিলো।

দায়িত্ব নেওয়ার পর এটি আপনাদের প্রথম পরীক্ষা, এতে কোনো ‘ক্লাস’ পেলেন বলে মনে করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আপনারাই করবেন। আমরা মূল্যায়ন করতে পারবো না। আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।