কুমিল্লা নগর সরকার নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এপর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানালেও আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন। এদিকে, দেশের ১শ ৩২টি ইউনিয়ন পরিষদ, ৫টি পৌরসভা ও ৪টি উপজেলা পরিষদ নির্বাচনেরও আজ ভোটগ্রহণ শেষ হয়েছে।

সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। সকালে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিলো। তবে বৃষ্টিতে খানিক সময়ের জন্য ভোটার উপস্থিতি ভাটা পড়লেও বৃষ্টি থেমে গেলে ভোটার উপস্থিতি বাড়ে। ভোট জালিয়াতির অভিযোগে ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা সিটি কর্পোরেশনের দুবারের মেয়র, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোট দেন, হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে। ইভিএমে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, আরফানুল হক রিফাত সাংবাদিকদের জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অন্য মেয়র প্রার্থীদের ভোটের পরিবেশ নিয়ে আপত্তি না থাকলেও ভোটগ্রহণে ধীরগতি নিয়ে অভিযোগ জানিয়েছেন।