মৌলভীবাজারের কুলাউড়ায় এবার নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদে কাফেলার প্রধান মাহমুদসহ আরো ১৭ জঙ্গিকে আটক করা হয়েছে।  আজ সোমবার সকালে উপজেলার কর্মদা ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করে পুলিশ।

উপজেলার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে তার ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে জঙ্গিরা কুলাউড়ার দিকে পালিয়ে যেতে চেয়েছিল। এ সময় স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাদের সন্দেহ হলে এলাকাবাসীকে নিয়ে আটক করে। একই সাথে এলাকায় টহলে থাকা পুলিশও ঘটনাস্থলে আসে। পরে কয়েকটি সিএনজি যোগে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

ইউপি চেয়ারম্যান জানান, তাদের ধারণা এ জঙ্গিদলের প্রধান মাহমুদও এই আটক দলে থাকতে পারেন।

কর্মদা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহেনা আক্তার জানান, অপারেশন হিল সাইডের পর থেকেই পুরো এলাকায় নজরদারী চলছে। পুরো এলাকাজুড়ে পুলিশি টহলও জোরদার ছিল। এই জঙ্গিরা অপারেশন হিল সাইডের সময় পালিয়ে পার্শ্ববর্তী পাহাড়ী এলাকায় আত্মগোপান করেছিল। টহল জোরদার থাকায় তারা এলাকা ছাড়তে আজ সকালে বের হয়ে আসে।

আটক জঙ্গিদের বর্তমান ইউনিয়ন পরিষদের একটি বড় হলরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে।