কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় একনারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। আহত শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।