ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে ৩য় দিনের মতো চলছে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট। গত শুক্রবার থেকে এই ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মালিক সভাপতি আক্তার হোসেন জানান, কয়েকদিন ধরেই কুষ্টিয়া ও ফরিদপুরের মাঝে বাস চলাচলে বাধা দিচ্ছিলো ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন। এরই জের ধরে গত বুধবার রাতে কালিগঞ্জে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতারা। এরই প্রতিবাদে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ই এপ্রিলের মধ্যে গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জেলার বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।