কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩১শে মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তোফাজ্জল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল হামিদুল ইসলাম বলেন, আহত শিক্ষক তোফাজ্জল বিশ্বাস এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি কারণে, কে বা কারা তাকে আক্রমণ করেছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার  বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে শিক্ষক তোফাজ্জল বিশ্বাসের। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।