কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাদক মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। রায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু (৩৮), একই উপজেলার ধর্মদহ গ্রামের দবির কসাইয়ের ছেলে বাবলু (৪৩), একই গ্রামের রমজানের ছেলে মুসলাম (৪০), লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮), মমিনের ছেলে জাইদুল (৩৩)। তাদের মধ্যে হাবু, জাহাঙ্গীর ও জাইদুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪শে মে, দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বেলতলা মাঠে গোয়েন্দা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে কয়েকটি বস্তায় ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনের নাম উলেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা করে পুলিশ।