কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ মঙ্গলবার (১৭ই মে)। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। কুমিল্লা আঞ্চলিক নিবাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়া হচ্ছে। তবে গতকাল ১৬ই মে পর্যন্ত সংগৃহিত মনোনয়নপত্রে প্রায় অর্ধেকই জমা দেন নি প্রার্থীরা।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পর্যন্ত নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৯৮ জন প্রার্থী। এর মধ্যে ৬ জন মেয়র, ১৫৩ জন কাউন্সিলর এবং ৩৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। দাখিল বা জমা দিয়েছেন এক’শ জন প্রার্থী। এর মধ্যে দুই জন মেয়র, ৭৪ জন কাউন্সিলর এবং ২৪ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। অর্থাৎ জমাদানের শেষ দিনের আগে ৯৮ জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র জমা দেন নি।

গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আজ আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিবেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজাম উদ্দিন কায়সার। এছাড়া বেশির ভাগ কাউন্সিলর প্রার্থীরাও আজ মনোনয়ন জমা দিবেন।

এদিকে নির্বাচনকে ঘিরে নগরীতে পাঁচ ধাপের পুলিশী নিরাপত্তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ। তিনি গতকাল তিনি কুমিল্লার কাগজকে জানান, পুলিশ ধাপে ধাপে নগরীকে নিরাপত্তার চাঁদরে ছেয়ে ফেলছে। প্রাথমিক ধাপে তল্লাশি চৌকি, অবৈধ যানবাহনের ব্যবহাররোধ, সন্ত্রাসী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের মত কাজগুলো করছে পুলিশ। কেউ যেন নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটাতে না পাওে সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে সকাল থেকেই নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ টহল দিয়েছে বিজিবি। নগরীর বিভিন্ন এলাকায় টহলের সময় তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করেন।

বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ২৭শে মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, আজ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিবেন প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।