হাজারো পর্যটকের পদচারণায় মুখর সাগর কন্যা কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর প্রথম শুক্রবার এই সমুদ্র সৈকতে ঢল নামে মানুষের। ঢাকা থেকে কুয়াকাটার সরাসরি যোগাযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে পর্যটক আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে, আবাসন, খাবারসহ সেবার মান বাড়াতে বলেছেন আগতরা।

প্রতি বছর বর্ষা মৌসুমে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের তেমন ভিড় থাকে না। তবে পদ্মা সেতু চালুর পর বদলেছে সেই চিত্র। হাজারো পর্যটকদের পদচারনায় মুখরিত এখন সাগর কন্যা কুয়াকাটা। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল থেকেই সমুদ্র সৈকতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পরিবহন যোগে আগমন ঘটে এসব পর্যটকের। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এছাড়া কুয়াকাটার রাখাইন মার্কেট, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিতেও আগের তুলনায় ছিলো পর্যটকের বাড়তি চাপ।

পদ্মা সেতু চালুতে যোগাযোগ উন্নত হওয়ায় কুয়াকাটায় পর্যটন নির্ভর বানিজ্যের আরও সম্প্রসারণ ঘটবে বলে জানান, পর্যটন ব্যবসায়ীরা।

পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যেতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।