রাজধানীর কেরানীগঞ্জের একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সোমবার (১৪ আগস্ট) দিনগত রাতে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে, দগ্ধ ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভোর ৪টায় ফায়ার সার্ভিস অগ্নিদুর্ঘটনা সংবাদ পায়। পরে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৫ মিনিটে। একে একে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৬টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ছয়টি ইউনিট।