দিনদুপুরে ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। ব্যাংকে থাকা কর্মকর্তা ও অন্যদের জিম্মি করে ফেলে ডাকাতরা। তবে শেষ পর্যন্ত তাদের রুখে দিয়েছে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথবাহিনীর অভিযানের মুখে অস্ত্রসহ আত্মসমর্পন করে ডাকাতদলের তিন সদস্য।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় বৃহস্পতিবার ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে ডাকাতরা। এসময় তারা ১৫ লাখ টাকা দাবি করে ও নিরাপদে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে।

খবর পেয়ে এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে এবং প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় তারা। খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে যৌথবাহিনী।

যৌথবাহিনীর সদস্যরা জানায়, ভেতরে তিন ডাকাত অবস্থান করছিলো। অভিযানের মুখে তারা আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করে। এই কাণ্ডে আর কেউ জড়িত কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকাতদের হাতে জিম্মি হওয়া সবাই ভালো আছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী।