কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির নিকটবর্তী চুরমালায় ভূমিধসে এখন পর্যন্ত সেখানে প্রায় সাড়ে তিনশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। পাথর ও কাদার স্তূপের নিচে চাপা পড়ে আছে পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা অন্তত চারটি গ্রাম।
এএনআইয়ের তথ্যানুযায়ী, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। ভারি বৃষ্টিপাত ও ভয়ংকর পাহাড়ি এলাকা সত্ত্বেও ৪০টি যৌথ উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই ৪০টি দলকে ভূমিধসকবলিত এলাকার ছয়টি জোনে অনুসন্ধান অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ভারতের দুই রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচলে গত দুইদিনে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের।
ঘরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন অন্তত ৪ হাজার মানুষ। এছাড়া ওই এলাকার অনেক সড়কও নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে রাজধানী দিলি¬সহ রাজস্থান ও মহারাষ্ট্রেও।