সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজও সারাদেশে বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান করেন। এসময় আন্দোলনকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জালিয়ে অবরোধের সৃষ্টি করে।

এদিকে চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করে তারা।

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পরেন সাধারণ যাত্রীরা। দুইঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, একই দাবিতে বরিশাল, রাজশাহীসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।